মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

বিয়ের ৮ মাস পর মেহেদীর রঙ রক্তের মতো!

কক্সবাজার প্রতিনিধি

বিয়ে করেছে মাত্র আটমাস আগে। তাও আবার অপহরণ করে। এর মধ্যেই উগ্র আবেগের অবসান হলো। তুলে আনা সেই মেয়েটিকেই খুন করলো স্বামী। শ্বশুরবাড়িতে গিয়ে মাথায় উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করে শওকত হাসান মেহেদী (২৪) নামে এ লোক। নৃশংস মেহেদীর রঙ যেন রক্তের মতো।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজ চলাকালে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেয়েটির নাম উম্মে হাফসা তুহি (১৮)। এলাকার ব্যবসায়ী ও সাংবাদিক আবদুল হামিদের মেয়ে তুহি। এ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন নিহতের মা পারভীন আক্তার (৩৮)। অভিযুক্ত মেহেদী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজম উল্লাহ পাড়ার আবুল হাশেমের ছেলে।

এদিকে ঘাতক মেহেদীকে বান্দরবানের লামা থেকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই নিহত উম্মে হাফসা আর ঘাতক মেহেদীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। উক্ত ছবি দেখে ঘাতক মেহেদী হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কুমারী পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের অফিসার ইনচার্জ জামিল আহমেদ বলেন, আসামিকে লামা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগেমমেয়েকে অপহরণের দায়ে তুহির বাবা মেহেদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।এতে ক্ষিপ্ত ছিল মেহেদী ও তার পরিবার। চলত নির্যাতন। গত বছরের ৫ ডিসেম্বর তুহি নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবাকে খবর দিলে তাকে বাপের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেহেদি শ্বশুর বাড়িতে যায়।আজ শুক্রবার সকালে তুহিকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে চাইলে পরিবার বাধা দেয়। আত্মীয়স্বজন নিয়ে এলে যেতে দেবো বলার পর মেহেদি চলে যায়। পরে জুমার নামাজের সময় মেহেদি আবার এসে তুহি ও তার মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।তুহিকে নিয়ে নামাজের আগে মেহেদীর সাথে কথা হচ্ছিল তুহির পিতা আব্দুল হামিদের সাথে।নামাজ শেষে হামিদ বাড়িতে স্ত্রী কন্যাকে গুরুতর আহত অবস্থায় দেখে তাদের নিয়ে ছুটেন। হাসপাতালে নেয়া পর দায়িত্বরত ডাক্তার তুহিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুইয়া জানান ছুরিকাঘাতে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এমএ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর