হাটহাজারী পৌরসভার আওতাধীন এগারো মাইল এলাকায় মিঠাছড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, পৌর প্রকৌশলী বেলাল আহমেদ খান, পৌর সহকারী প্রকৌশলী, পৌরসভা বিএনপির আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো.অহিদুল আলম, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কাউন্সিলরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন জানান, খালটির পৌরসভা অংশের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত আপাতত পুনঃখনন করা হবে। এ কাজের জন্য ছয় লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। পরবর্তীতে খালটির বাকি অংশ উপজেলার অধীনে পুনঃখনন ও প্রয়োজনীয় সংস্কার করা হবে।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী মিঠাছড়া খালটি ১৯৭৯ ইং সনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে খনন শুরু করেছিলেন। বর্তমানে খালটি পুনঃখননের পাশাপাশি খালের অংশ থেকে অবৈধভাবে দখলকদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এনইউ/জই