কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পেয়ারা গাছের ডালে সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ রাশেদ (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাহারছড়া ইউপির শামলাপুর বাজারের পশ্চিমে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার বাহারছড়ার শামলাপুর পশ্চিম পাড়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা জানান, বুধবার সকালে নুর নাহার নামের এক নারী বাগানে সুপারি কুড়াতে গেলে গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ রাশেদের মরদেহটি দেখতে পেলে তার চিৎকার আশেপাশের লোকজন জড়ো হযন। খবর পেয়ে তার আত্মীয় স্বজনরা ঘটনাস্থলের ছুটে আসেন এবং বাহারছড়া পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে রশি কেটে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় তার শরীরে পোশাক, হাতের ঘড়ি, পকেটে ম্যানিব্যাগ ও মোবাইল ফোনসহ সবকিছুই ঠিকঠাক পাওয়া যায়।
নিহতের পরিবার জানান, গাছের ডালের সাথে যে রশি বাঁধানো হয়েছে তার দূরত্বের সাথে নিচে মাটির দূরত্ব একেবারেই সমান এবং নিচে গড়াগড়ির এমন কিছু দৃশ্যমান আলামত দেখা যায়নি। এতে করে রহস্যের জন্ম দিয়েছে। পায়ের জুতা, গাঁয়ের পোশাক এবং জিহ্বা সামান্য কামড়ানো থাকলেও সবকিছুই প্রায় স্বাভাবিক।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এনইউ/জই