খাগড়াছড়ির দীঘিনালায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে দোকানের সামনে অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধে ৪ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।
অভিযান শেষে তিনি বলেন, অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধ স্বীকার করায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৩ ধারায় ৪ জন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়েছে।
এনইউ/জই