বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ফুটপাত দখল করে ব্যবসা, দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে দোকানের সামনে অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধে ৪ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

অভিযান শেষে তিনি বলেন, অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধ স্বীকার করায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৩ ধারায় ৪ জন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর