ফটিকছড়ির পাঁচ পুকুরিয়া এলাকায় অবস্থিত আল মামুন বেকারি ও নাজিরহাট ঝংকার এলাকায় অবস্থিত মাবিয়া বেকারি ও আল মক্কা বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
বিএসটিআই ও ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পণ্যের মোড়কে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এ অভিযোগ এনে উল্লিখিত আল মামুন বেকারিকে ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা, মাবিয়া বেকারিকে ১০০০০০ (এক লক্ষ) টাকা ও আল মক্কা বেকারিকে ২০০০০ (বিশ হাজার) টাকাসহ সর্বমোট ১৭০০০০ (এক লক্ষ সত্তর হাজার) টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।