আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার এবং বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় বিএনপির কর্মসূচিতে কয়েকশ’ নেতাকর্মীকে আহত করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গত ২৪ সালের ৭ অক্টোবর আনোয়ারা থানায় উপজেলা বিএনপির কর্মী তৌহিদ মিয়া বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনকে অভিযুক্ত করে মামলা করেন। ওই মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরীকেও আসামি করা হয়েছিল।।
এনইউ/জই