মিরসরাই পৌর সদরে শিল্প বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষে মুন্না নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মিরসরাই বিএনপির সদস্য সচিব জাহেদ গ্রুপের সঙ্গে মিরসরাই পৌরসভার যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।
এ ছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে মাঠে কাজ করছে পুলিশ। মরদেহ সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
এনইউ/জই