শুক্রবার, ২১ মার্চ ২০২৫

নাইক্ষ‍্যংছড়িতে বৈষম্যবিরোধীদের ৭ দফা দাবির লিফলেট বিতরণ

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ‍্যংছড়ি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ৭ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলা সদরে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংগঠন দু’টির প্রতিনিধিরা এসব লিফলেট বিতরণ করেন।

‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের বেশ কিছু বিষয় তুলে ধরা হয় ওই লিফলেটে। এছাড়া বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গঠন ও সমাজ বিনির্মাণে সরকারের ঘোষণা পত্রে ৭ দফা সন্নিবেশ করার দাবি তুরে ধরা হয় এ লিফলেটে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বান্দরবান সংগঠক আবদুল গফুর, নাইক্ষ্যংছড়ি সংগঠক মুফিজুর রহমান, মো. আইয়ুব, মো. ফারুক, জাহাঙ্গীর আলম, আবু নাঈম প্রমুখ।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর