বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বাপের বাড়িতে দুই সন্তানের জননীকে জবাই, মা গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে বাপের বাড়িতে আসা ২ সন্তানের জননীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের  নাম আনিকা আক্তার (২৫)। তিনি ওই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে। তার ৪ মাস বয়সী একটি মেয়ে এবং ৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার প্রবাসী মো. মুরাদের স্ত্রী। তবে এই হত্যায় তার মাকে অভিযুক্ত করা হচ্ছে, যিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হারুয়ালছড়ি ইউপির ৫নং ওয়ার্ডস্থ বাংলাবাজার সংলগ্ন সোনা মিয়া হাজীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, আজ দুপুর থেকে তাদের ঘরের দরজা বন্ধ দেখে সবার সন্দেহ জাগে। পরে তিনি, তাদের প্রতিবেশী আব্বাস ও আজিজসহ কয়েকজন ঘরে প্রবেশ করে দেখতে পান, আনিকাকে জবাই করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে সময় ঘরে আনিকার মা ছাড়া কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, নিহত মেয়ে ও তার মায়ের মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল হক বলেন, নিহত মেয়ে ও তার মায়ের মধ্যে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ ঘটনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর