হাটহাজারীর চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে দেড় লাখ টাকার ইয়াবাসহ ৩ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-৭ এ আভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে তারা পালানোর চেষ্টাকালে মোঃ খাইরুল ইসলাম জিহান (২৯), পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-আনার আলী টেন্ডলের বাড়ি, মোঃ আজিম উদ্দিন মিজান (৩০), পিতা-মোঃ হারুন, সাং-উত্তর ফতেয়াবাদ, উভয় থানা- হাটহাজারী ও অপি দাশ (২৪), পিতা-মিন্টু দাস, সাং- দক্ষিণ রাঙ্গামাটিয়া, থানা-ফটিকছড়ি কে গ্রেফতার করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাদের প্যান্টের পকেট থেকে ৫টি পলিজার প্যাকেটে প্রায় সাড়ে ৪শ পিস (৪৪০ পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামি ও জব্দ মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৭।
এনইউ/জই