শুক্রবার, ২১ মার্চ ২০২৫

নাইক্ষ্যংছড়িতে নাগরিক কমিটির সভা, ফ্যাসিবাদের বিলোপ দাবি

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে লক্ষ্যে আহত ও শহীদ পরিবারের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি এ সভার আয়োজন করে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় নাগরিক কমিটি নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা এ সভার আয়োজন করে। নাইক্ষ্যংছড়ি হাজি এমএ কালাম সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির উপজেলা নেতা আবদুল গফুর।
সভায় অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রিয় সদস্য এস এম সুজা উদ্দিন, হাসান আলী, জুবায়ের আরিফ, চট্টগ্রাম জেলার সংগঠক
মুহাম্মদ সরোয়ার কামাল, প্রতিনিধি মুনতাসীর মাহমুদ, চট্টগ্রাম প্রতিনিধি আদনান তাহসিন আলমদার, বান্দরবান প্রতিনিধি তছলিম মামুন, লামা প্রতিনিধি ইরফাউল হক, বান্দরবান সদর উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ। সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সঞ্চালনায় ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আবদুল গফুর। সভায় ৫০/৬০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর