শুক্রবার, ২১ মার্চ ২০২৫

মেয়ের অন্যত্র বিয়ে : ছেলের বয়স কম, ফলাফল আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে অন্যত্র। তাই প্রেমিক পরিবারের কাছে তাকে বিয়ের জন্য অনুমতি চায়। কিন্তু বয়স কম হওয়ায় পরিবার এখন তাকে বিয়ে করাতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। ফলে প্রেমিকাকে না পাওয়ার আক্ষেপ ও অভিমানে আত্মহত্যা করে প্রেমিক।সীতাকুণ্ড পৌরসদরের মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ মহাদেবপুর (নলুয়াপাড়া) এলাকায় এসএসসি পরীক্ষার্থী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মো. রফিক আলমের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী শাহাদাত ইফামের।

সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে প্রেমিক ইফাম তাকে বিয়ে করার জন্য নিজ পরিবারের সম্মতি চায়। কিন্তু পরিবার তার বয়স কম হওয়ায় এখন বিয়ে করাবে না বলে জানিয়ে দেয়। এতে পরিবারের উপর অভিমান করে গত বৃহস্পতিবার রাতে প্রেমিক ইফাম আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। তবে পরিবারের লোকজন অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর ইফামের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর (নলুয়াপাড়া) এলাকায় প্রেমিকার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

সীতাকুণ্ড থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. মজিবুর রহমান বলেন, পরিবারের সাথে অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে। আমরা লাশ নিয়ে আসলে তার সহপাঠী ও অভিভাবকরা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে যায়।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর