বাঁশখালীর কালীপুরে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাসানীর দোকান নেজামের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত বৈশাখী খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী এবং তার স্বামী বাঁশখালীতে একটি ওষুধ কোম্পানির এমআর হিসেবে কর্মরত।
জানা যায়, ৬ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। চাকরির সুবাদে তারা বাঁশখালীতে ভাড়া বাসায় থাকছেন।
পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা জানান, সকালে দরজার বাইরে তিন বছরের ছেলেকে কান্নাকাটি করতে দেখে তারা ওই গৃহবধূকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে দেখেন সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি ঝুলছেন। এরপর তারা বিষয়টি তার স্বামীকে ও পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের স্বামী মোশাররফ হোসেন জানান, তিনি মাসিক মিটিংয়ের জন্য চট্টগ্রামে গেলে প্রতিবেশী ভাড়াটিয়ারা তাকে স্ত্রী বৈশাখী খাতুনের আত্মহত্যার সংবাদ দেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৈশাখী খাতুনের মুঠোফোন জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনইউ/জই