রাঙ্গুনিয়ায় ইটবাহী ট্রাক ও সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এতে কিরণ দে (৫০) নামে একজন নিহত হন।
এছাড়া আহত হন তার স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) এবং অটোরিকশা চালক মো. তারেক (৩০)। নিহত কিরণ চাদগাঁও মোহরা এলাকার অতুল দে’র ছেলে। তবে তিনি পরিবার নিয়ে পটিয়া ধলঘাট এলাকায় থাকতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত কিরণ দে রাঙামাটিতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সিএনজি ট্যাক্সিযোগে ফেরার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের কাছ এলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্যাক্সিতে থাকা ড্রাইভারসহ পাঁচযাত্রী গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানে কিরণ দে-কে মৃত ঘোষণা করা হয়।
এনইউ/জই