ফটিকছড়ির লেলাং ইউপি চেয়ারম্যান সরওয়ার হোসেন শাহিনকে গ্রেপ্তার করছে গোয়েন্দা পুলিশ। হাটহাজারী থানায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার দিনগত রাতে নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ মার্চ দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমনের প্রতিবাদে সেদিন দুপুরে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করেছিলেন হেফাজতের নেতাকর্মীরা। সেখানে গুলিতে মাদ্রাসার চার শিক্ষার্থী নিহত হন। পরে হাটহাজারী থানা, ভূমি অফিস ও সরকারি ডাকবাংলোয় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ছাত্র কাজী মিরাজুল ইসলামের বাবা কাজী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে মামলার আবেদন করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়।
এনইউ/জই