বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সন্দ্বীপে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ মাদক ব্যবসায়ী আটক 

সন্দ্বীপ প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তানজিদুল আলম ফরহাদকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ফরহাদ সন্দ্বীপ থানার মামলা নং-৬ (০১) ২০১৭ ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) টেবিলের ৯ (ক) এর ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এদিকে মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, সন্দ্বীপ থানাধীন আকবর হাট বাজার এলাকা হতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক (৩৯), আব্দুল হান্নান প্রকাশ শরীফ (৩৩), মো মনির (৩৮), ও মোঃ পারভেজ (৩৫) কে গাঁজা সহ গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর