সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মহাসড়কে একটি প্রাইভেট কার থেকে ৩ লাখ টাকা মূল্যের ২৯৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় এসব ইয়াবা জব্দ করা হয়।
র্যাব জানায়, চেক পোস্টের দিকে আসা ওই কারকে থামানোর সংকেত দিলে সেটি থামিয়ে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় মুরাদ হোসেন (২৭), পিতা-মোঃ শহীদ হোসেন, সাং-পূর্ব রেসকোর্স, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। পরে প্রাইভেট কারের পেছনে ব্যাগঢালার ভেতর থেকে ০২টি ট্রাভেল ব্যাগে রাখা ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং প্রাইভেট কারটি জব্দসহ আসামিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে এসব সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। আটক ব্যক্তি ও জব্দ ফেনসিডিল সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এনইউ/জই