কর্ণফুলীতে সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বড়উঠান (৯ নম্বর ওয়ার্ড) পশ্চিম ডাকপাড়া গ্রামের পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আকিব ডাকপাড়া এলাকার পাঠান বাড়ির সিএনজি চালক শাহরিয়ার রুবেলের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালের দিকে শিশুটি সবার অগোচরে ঘরের পাশের একটি নির্মানাধীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা শিশুটিকে অনেক সময় না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
অন্যদিকে কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মুহাম্মুদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১টার দিকে শহরের কলাতলী ১২নং ওয়ার্ডের ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির অদূরেই একটি খালি প্লটের ভেতর তার মরদেহ পাওয়া যায়। শিশুটি ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশী সুলতান মাসুদ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হাসপাতালে নেয়ার আগেই শিশু মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন এই প্রতিবেশী সুলতান মাসুদ।
এনইউ/জই
সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু, নিখোঁজের ৮ ঘণ্টা পর মিললো আরেকটির লাশ
চাটগাঁর চোখ ডেস্ক