হাটহাজারীতে এসএম সোহেল (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র্যাব জানায়, সোমবার (৬ জানুয়ারি) হাটহাজারী পৌরসভার হাসপাতাল এলাকা থেকে বিকাল পাঁচটার দিকে সোহেলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সোহেল উপজেলার পশ্চিম আলমপুর এলাকার সামছুল হুদা প্রকাশ নুরুল হুদার পুত্র।
গ্রেফতার সোহেল তিন মাসের বিনাশ্রম করাদণ্ড এবং দুই লক্ষ বিশ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনইউ/জই