কক্সবাজার সদর-রামুর সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের ‘ডান হাত’ হিসেবে পরিচিত ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিককে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সোমবার (৬ জানুয়ারি) চৌমুহনী অদূরের অবস্থিত ইসলামি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
ছাত্রদের অভিযোগ, এখানকার যাবতীয় উন্নয়ন প্রকল্প থেকে কমলের কমিশনের টাকা সংগ্রহ করতেন তপন। এসব করে তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, তপন মল্লিকের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর মডেল থানায় কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এনইউ/জই