সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী ডা জামাল উদ্দিন চৌধুরী বলেন, কেউ মারতে আসলে কি বসে বসে মার খাবে নাকি। নৌকা প্রার্থীর লোকজন মারতে আসছে, আমাদের লোকজন প্রতিহত করেছে।
দিন যত গড়াচ্ছে সন্দ্বীপে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে। চট্টগ্রাম-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৮জন প্রার্থী। তাদের মধ্যে নৌকা মনোনীত প্রার্থী ও পর পর দুই বারের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এবং স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসা পরিষদ কেদ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল মূল আকর্ষণ। হামলা মামলার নান অভিযোগ তুলছেন মূল এই দুই প্রার্থী। সোমবার রাত ১১টায় ঈগল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরী একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি অভিযোগ করে বলেন, আমার নেতাকর্মীকে নৌকা সমর্থিত লোকজন মারধর করছে। মিথ্যা মামলা হচ্ছে থানায়। থানা প্রশাসন পক্ষপাতিত্ব মূলক আচারণ করছে।
এদিকে ২৬তারিখ দুপুরে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতা’র পক্ষে একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার লোকজনকে উস্কানিমূলক বক্তব্য প্রদান করছে। বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের মারধর করেছে। তারা তাদের প্রচারণায় ভোট না চেয়ে নৌকা সমর্থিত লোকজনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আচারণ বিধি লঙ্গন করছে। তিনি আরো বলেন, নৌকা সমর্থিত লোকজন গ্রেপ্তার হচ্ছে তাহলে কিভাবে প্রশাসন নৌকার পক্ষে।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের ভূমিকা লক্ষণীয়। পুলিশ এবং ডিবি নিয়মিত মাঠে টহলে রয়েছে। জানা গেছে শীঘ্রই র্যাব এবং নৌ-বাহিনী সন্দ্বীপ আসবে।