মহেশখালীর নিজ বাড়িতে ফেরার পথে চকরিয়ায় এক কিশোরীকে (১৪) রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ (গ্যাং রেপ) করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১০টার দিকে চকরিয়ার বদরখালী ব্রিজের কাছে ৮ থেকে ১০ জন মিলে তাকে ধর্ষণ করেছে বলে জানা যায়। ঘটনার পর রাতেই ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মহেশখালীর বাসিন্দা ওই কিশোরী জানায়, সে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা থেকে নিজের বাড়িতে ফিরছিল। বদরখালী ফেরিঘাট এলাকায় এসে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। সে ওই গাড়িতে একমাত্র যাত্রী ছিল। বদরখালী ব্রিজের মাঝামাঝি এসে চালক বলেন, অটোরিকশায় যান্ত্রিক সমস্যা থাকায় তিনি আর যাবেন না। তাকে সেখানেই নামিয়ে দেন চালক।
সেখান থেকে ফেরিঘাট এলাকার দিকে ফিরে আসার সময় ধারালো অস্ত্রের মুখে দুজন তাকে জিম্মি করে। পরে আরও প্রায় ছয়জন তাদের সাথে যোগ দেয় এবং ধর্ষণ করে।
স্থানীয়রা জানান, এলাকার পরিচিত কিছু অপরাধী এই ঘটনায় জড়িত। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনইউ/জই