বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

২৯ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২৯ বছর পালিয়ে বেড়াচ্ছিলেন হাটহাজারী উপজেলার হত্যা মামলার এক আসামি। তবে শেষ রক্ষা হলো না তার। অবশেষে রাঙ্গুনিয়ায় থেকে র‍্যাব-৭ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির নাম মো. ইব্রাহিম প্রকাশ বাবুল প্রকাশ বুলক্যা। তিনি হাটহাজারী উপজেলার বারিয়া খোলা এলাকার সিরাজুল হকের ছেলে।

র‍্যাব জানায়, রোববার (৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ খবর পায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম রাঙ্গুনিয়ায় আত্মগোপনে রয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকে উপজেলার দক্ষিণ নিশ্চিতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যার দিকে তাকে থানায় হস্তান্তর করে র‍্যাব। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলার পরোয়ানা রয়েছে। সোমবার (৬ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর