চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রাণহানি রোধে নেয়া নানা উদ্যোগ কোনো কাজে আসছে না। ফলে এবার সড়কে পশু বলি দিয়ে তার রক্ত ছিটিয়ে দেয়া হয়েছে।
প্রবাসীদের সহযোগিতায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সুন্দরপুর ইউনিয়নের খাজিরখীল এলাকায় এই কার্যক্রম চলে। এছাড়া দুর্ঘটনা রোধে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিমদের জন্য খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ‘সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে কুরবানি দোয়ার পাশাপাশি কম গতিতে গাড়ি চালানো, সড়ক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টির জন্য এই আয়োজন করা হয়েছে।’
এনইউ/জই