মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বাইকারদের বেপরোয়া গতি থামাতে মাঠে নেমেছে প্রশাসন

নবনির্মিত কর্ণফুলী টানেল সংযোগ সড়কসহ বিভিন্ন সড়কে বাইক ও মাইক্রোবাস চালকদের বেপরোয়া গতি থামাতে মাঠে নেমেছে আনোয়ারা উপজেলা প্রশাসন।
আজ (২৫ ডিসেম্বর) সোমবার বিকেলে কর্ণফুলী টানেল সড়কের আনোয়ারা প্রান্তে এবং চৌমুহনী বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে বেপরোয়া গতিতে মোটর সাইকেল ও মাইক্রোবাস চালানোয় বেশ কয়েকটি গাড়ীর চালককে তিরস্কার এবং সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ্ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গাড়ির নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে ৮ টি মামলায় ১৬০০০/- জরিমানা আদায় করা হয়।
এ প্রসঙ্গে ম্যাজিষ্ট্রেট মুমিন বলেন, ইদানীংকালে বাইকার ও মাইক্রোবাসের বেপরোয়া গতির কারণে সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা বেড়ে চলেছে। শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ সড়ক ব্যবস্থা  নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর