বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

মোবাইলে বাবার বকা, অভিমানে ছেলের আত্মহত্যা

হাটহাজারী প্রতিনিধি

ঢাকা থেকে মোবাইল ফোনে বাবার বকা খেয়ে হাটহাজারীতে অভিমানে এক ছেলে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ জোবরা গ্রামের আনোয়ার মাস্টার বাড়ির ভাড়া ঘরে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রাসেল মিয়া (১২)। সে হাটহাজারীতে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির  শিক্ষার্থী। সে ওই এলাকার ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক ও রাবেয়া দম্পতির পুত্র।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাসেলের বাবা আবদুর রাজ্জাকের নিজ বাড়ি দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রামমোহনে। তবে গত চার বছর ধরে তারা ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ঢাকায় একটি অটোরিকশা গ্যারেজে কর্মরত মেকানিক আব্দুর রাজ্জাক বুধবার তার কর্মস্থল থেকে মোবাইল ফোনে ছেলে রাসেলকে লেখাপড়ার জন্য বকাবকি করেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সে তার রুমের বিমের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা রাবেয়া ঘুম থেকে (পাশের রুম) উঠে তার ছেলেকে ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।

পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা উপপরিদর্শক শাকিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর