সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫নং সমাজ লৌহার ব্রিজ এলাকায় মো. মীর আরমান হোসেন রানা (৩৫) নামে শ্রমিক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরমান সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। তিনি একই এলাকার মৃত মোতাহের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি একটি চায়ের দোকানে বসা ছিলেন। সেখানে তার মোবাইলে একটি কল আসলে তিনি বাইরে চলে যান। কিছুক্ষণ পর বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে দোকানের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে যান। এসময় তারা দেখেন, কয়েকজন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন অংশে চুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছে। পরে লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, হত্যার খবর পেয়েছি। তবে থানায় এখনো অভিযোগ দেয়নি কেউ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এনইউ/জই