শ্বশুর বাড়িতে ভাপাপিটা না দেয়ায় কক্সবাজারের ছোট মহেশখালীর লম্বাঘোনা গ্ৰামের তিন তুলা গাছ নামক এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ ২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জিসমা মনি ওরফে কাজল (১৭)। তার বাড়ি একই এলাকার বালুর ডেইল এলাকায়। নিহত গৃহবধূর মায়ের দাবি, ভাপাপিটা ও স্বামীর চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় যৌতুকের দাবিতে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে তার দেবর দরজা বন্ধ দেখে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকে। পরে তারা জানালা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
নিহতের মা হামিদা বেগম জানান, জিসমা মনির স্বামী রোবাইয়াত ওরফে রুবেল (২৫) তার কাছ থেকে সমিতির ঋণ পরিশোধ করার জন্য গত সপ্তাহে ২০ হাজার টাকা চেয়েছিল। এছাড়া তার শ্বশুর বাড়িতে ভাপাপিঠার জন্য ৫ হাজার টাকা না দেওয়ায় শাশুড়ি তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তিনি দাবি করেন,
টাকা ও ভাপাপিটা না দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনইউ/জই