শুক্রবার, ২১ মার্চ ২০২৫

এসেছিল বেড়াতে, ফিরছে লাশ হয়ে

কেরানীহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার বাহাদুর আলমের ছেলে ইসনান আলম (১৩)। মাসখানেক আগে চট্টগ্রামের কেরানিহাটে বোনের কাছে বেড়াতে আসে। সেখানে গ্লাস ফিটিংসের কাজ শিখছিল। কিন্তু আজ বৃহস্পতিবার সন্ধ্যার সময় রাস্তা পার হতে গিয়ে কেরানিহাট থেকে বাজালিয়াগামী একটি সিএনজি টেক্সির ধাক্কায় রাস্তায় পড়ে যায়। এসময় বান্দরবান থেকে কেরানীহাটের দিকে আসা পূর্বানী পরিবহনের একটি বাসের (চট্ট মেট্রো ব ১১- ০১৫১) চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই ইসনানের মৃত্যু হয়।

নিহতের বোনজামাই মোহাম্মদ সাইমন বলেন, ইসনান কক্সবাজারের একটি মাদরাসায় পড়াশোনা করত।  মাস খানেক আগে সে আমার বাসায় বেড়াতে আসে। কিন্তু আজ কেরানীহাট-বান্দরবান সড়কের মা ও শিশু হাসপাতালের সামনে দুর্ঘটনার শিকার হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর