খাগড়াছড়িতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন বাঁকে এই দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেছে।
খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ রুবেল জানান, খাগড়ছড়িগামী ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করে আসার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়। নিহত ফিরোজের বাড়ি বান্দরবানের লামা উপজেলায় বলে জানা গেছে।
এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মো. রাকিব গুরুতর আহত হন। আহত রাকিবের বাড়ি গোপালগঞ্জে। ঘটনার পর ট্রাক চালক ও সহযোগী পালিয়ে যান। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
এনইউ/জই