মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

টপ সয়েল কাটায় ফটিকছড়িতে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি

রাতের আধারে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার দায়ে ফটিকছড়িতে মো. রাব্বি (৩৩) নামে একজনকে ০৬ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

সরেজমিনে দেখা যায়, জাহানপুর এলাকার আবু আহমদের মালিকাধীন প্রায় ২০ শতক কৃষি জমি থেকে এক্সেভেটর দিয়ে প্রায় ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এ সময় অপরাধীর নিয়ন্ত্রনাধীণ অপরাধের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

অভিযানে মৃত কামরুজ্জামান কামালের ছেলে রাব্বিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত ড্রাম ট্রাক ০৩টি নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড মো: মেজবাহ উদ্দিন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর