শুক্রবার, ২১ মার্চ ২০২৫

পাহাড় কর্তন : লামায় ৭ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি

পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নের লম্বাশিয়া পাড়ার শিবাতলী পাড়া ও হরিণখাইয়ায় ৭টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০১ জানুয়ারি) সকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। এ সময় এসব কাজ থেকে বিরত থাকতে ইটভাটার মালিকদের সতর্ক করা হয়।

লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, কোনো ইটভাটার অনুমতি নেই। কেউ চালু করতে চাইলে প্রশাসন ব্যবস্থা নিবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর