খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন ২৪ ঘণ্টা পরেও মেরামত না করায় সারাদেশের সাথে লংগদুর সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন রয়েছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে সেতুর পাটাতন দেবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেইলি সেতুতে অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক উঠার পর পাটাতন দেবে যায়। বিকল্প পথে মোটরসাইকেল, সিএনজি, মাহেন্দ্রাসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পরেছে সড়কে চলাচলকারীরা। বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি বলেন, ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শেষ করা যায়নি। এখনো মেরামত কাজ চলছে। কাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে।
এনইউ/জই