শুক্রবার, ২১ মার্চ ২০২৫

এখানে ওখানে ১০ বছর আত্মগোপনে ছিলেন ফেরারি ফয়েজ

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী থানার ৮টি মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজ (৩৮)। ১০ বছর ধরে এখানে-ওখানে আত্মগোপনে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে র‌্যাব-৭ এর একটি দল গতকাল ৩০ ডিসেম্বর বিকাল ৫টা নাগাদ রাউজান থানাধীন জলিল নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ফয়েজ হাটহাজারীর বড় মৌলানা সাহেব বাড়ির মোঃ ওমর ফারুকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়েজ স্বীকার করেন, তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এদিকে সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় ৮টি মামলার তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর