চট্টগ্রামের সন্দ্বীপ থানার আলোচিত ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ রফিককে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের
দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মামলা নং-০৭, তারিখ ২৬ ডিসেম্বর ২০২৪, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৯(১) মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রফিক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ছড়াবকুল এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রফিক (৪০), পিতা- মৃত সাহালাম, সাং-মগধরা, থানা- সন্দীপ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি দায় স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এনইউ/জই