পটিয়ায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে লবণবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পটিয়া ইন্দ্রপোল বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বাসযাত্রী গিয়াস উদ্দিন (৪৫), মো. ইমরান (২৪), মো. মামুন (১৯), মেহেরাব (২১) ও ট্রাক চালক মো. জয়নাল (২৪)।
জানা গেছে, কক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা লবণবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
পটিয়া হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এনইউ/জই