পটিয়ায় রবিউল হাসান ইবলুকে (৩০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৯.৩০ টার দিকে পটিয়া থানা পুলিশের একটা দল অভিযান চালিয়ে পটিয়া সরকারি কলেজ সংলগ্ন আনোয়ারা রোড থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ইবলুর বিরুদ্ধে ৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার উপর সরাসরি হামলায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়া ১৭ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও গত ১৬ ডিসেম্বর রাতে পটিয়ায় শহীদ মিনারে ফুল দেওয়ার সাথে সংশ্লিষ্টতা রয়েছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক ইয়ামিন বলেন, ইবলু পটিয়া থানার মামলায় এজহারভুক্ত আসামও। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এনইউ/জই