বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়িতে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি

কক্সবাজারে রামুর কচ্ছপিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি কয়েকশ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।
এছাড়া রামু সেনা নিবাসের আওতাধীন ডাক্তার কাটা এলাকায় সেনাবাহিনীর একটি মহড়া পরিদর্শন করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সেনাপ্রধান দুপুর সাড়ে ১২টায় কচ্ছপিয়া ইউনিয়নের নাছির-নূরহাজান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছান। সেখানে তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এরপর দুপুর ১টায় তিনি সেনা সদস্যদের শীতকালীন মহড়াস্থল পরিদর্শন শেষে বিকেলে ফিরে যান।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর