১০ মাঘ (২৪ জানুয়ারি, শুক্রবার) মাইজভাণ্ডারী ত্বরিকার প্রতিষ্ঠাতা ও এই দর্শনের প্রবক্তা গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) ১১৯তম বার্ষিক ওরশ। এ উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী এবং ওরশ সুপারভিশন কমিটির যৌথ প্রস্তুতি সভা শুক্রবার (২৭ ডিসেম্বর) বা’দ এশা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি, সকল দায়রা এবং আঞ্চলিক শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ওরশে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, সুপ্রিম সুপারভাইজার, বিভাগীয় পরিচালকগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং মাইজভাণ্ডার শরীফ পাঁচ পাড়ার সমাজ প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সমাপনী বক্তব্য রাখেন ওরশ সুপারভিশন কমিটির সভাপতি, আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী। শোকরানা বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।
সংগঠনের কেন্দ্রীয় সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসানের সঞ্চালনায় সভার কার্যবিবরণী উপস্থাপন করেন ওরশ সুপারভিশন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মুহাম্মদ জানে আলম বাবুল ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব নাজমুল হাসান মাহমুদ শিমুল।
আপ্যায়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মহসিন, অভ্যর্থনা বিভাগের পরিচালক নুরুল কবির মাসুদ, প্রচার ও বৈঠক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মোস্তাফা কায়সার মাহমুদ সুজন প্রমুখ এতে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হামিদ, আলহাজ্ব মফিজুল আলম, আলহাজ্ব জাফর আহমদ, আকতারুল ইসলাম, আলহাজ্ব জানে আলম কোম্পানী, কফিল উদ্দিন, লালন ওসমান, মোবারক হোসেন, এস.এম. কায়ছার, এডভোকেট শফিউল আজম, মাস্টার নুরুল আবছার, কফিল উদ্দিন, আশরাফুজ্জামান মামুন প্রমুখ। মিলাদ কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গনি।
এনইউ/জই