মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আনোয়ারায় বেড়েছে ভোটার, কেন্দ্র বেড়েছে ৫ টি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সর্বশেষ হালনাগাদ(২০২৩) এর তালিকা অনুযায়ী সর্বমোট ভোটার সংখ্যা ২,৩০,৬০৭ জন, যেখানে পুরুষ ভোটার ১,২২,১১৭ এবং নারী ভোটার ১,০৮,৪৯৪ জন।
যা ২০১৮ এর মোট ভোটারের চেয়ে শতকরা ১৬.০৬ বেশী।
১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় সর্বমোট নতুন ভোট কেন্দ্রের সংখ্যা ৭২, যা ২০১৮ এ ছিল ৬৭।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য মতে ২০১৮ সালে সর্বমোট ভোটার ছিল ১,৯৮,৬৮৫ জন।
যেখানে ১,০৩,৭৮৯ পুরুষ এবং ৯৪,৮১৬ জন নারী।
নতুন ভোটার তালিকায় পুরুষ ভোটারের পাশাপাশি বেড়েছে নারী ভোটারও। তবে পুরুষের চেয়ে শতকরা ১১.৫৬ জন কম নারী ভোটার।
ভোটার সংখ্যার আনুপাতিক হারে  ভোট কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে ৫ টি বাড়ানো হয়েছ, যেখানে কক্ষ(বুথ) থাকবে ৫৩০ টি। যা আগে ছিল ৪০১।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর