টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হন।
নিহত সাজিদ কবির টেকনাফের নয়াপাড়ার বাসিন্দা। তার বাবা কবির আহমেদ কক্সবাজারের সমবায় অফিসে কর্মরত। সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে বর্তমানে ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সাজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনইউ/জই