বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৬টি দুর্যোগের এ মহড়ার  আয়োজক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ছিল স্থানীয় দুর্যোগ সেচ্ছাসেবক, ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং গ্রাউস।
শুক্রবার ( ২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা সদরের হাজী ফিরোজা বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে গ্রাউস বান্দরবান। অনুষ্ঠানে শতশত দর্শনার্থী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু, সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) সানজিদা আক্তার রুনা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন। এছাড়া আয়োজক ও সহযোগী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনী অনুষ্ঠানে পাহাড় ধসের মহড়া, আগুনের মহড়া, সতর্ক বার্তা, ঝড়বৃষ্টির মহড়া ও আহতদের দ্রুত চিকিৎসা সেবার মহড়াসহ বেশ কিছু মহড়া দেখানো হয়।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর