মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

অসাবধানতায় পথচারীর মৃত্যু

কর্ণফুলী এলাকায় রাস্তা পার হতে গিয়ে অসাবধানতাবশত মৃত্যু হয় এক প্রবাসীর।
শনিবার ২৩ (ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দৌলতপুর পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম মো. নাছির। তিনি বড়উঠান ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের লাতু মাঝির বাড়ির মো. জাহেদুল হকের পুত্র। সে দৌলতপুর নাছির কনভেনশন হলের মালিক।
কর্ণফুলি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) স্বপন কুমার দাশ বলেন, সন্ধ্যায় রাস্তা পারাপার হতে গিয়ে নাছির নামে এক প্রবাসীর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বাড়ি যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার আইল্যান্ডের ওপর মুখ থুবড়ে পড়ে। এতে নামে মুখে প্রচন্ড আঘাত পায়। পবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর