নগরীর কোতোয়ালী এলাকা থেকে খাগড়াছড়ির হত্যাচেষ্টা ও নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার ওই আসামির নাম জসিম উদ্দিন (৫০)। তিনি খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজার এলাকার মৃত সাহেব মিয়ার ছেলে।
বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, খাগড়াছড়ির মহালছড়ি থানার নাশকতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জসিম উদ্দীনকে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহালছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এনইউ/জই