বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ওমানের সময় বিকেল ৩টার দিকে দুকুম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. নয়ন (২৩)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পারুয়া পশ্চিম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

ওমানে কর্মরত নয়নের বড় ভাই মো. রায়হান জানান, নয়ন সড়কের পাশে কাজ করার সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে নয়নের বুকে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় দুকুম জেনারেল হাসপাতালে নিয়ে যাযন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ইব্রা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে নয়ন মৃত্যুবরণ করেন।

তিন বছর আগে নয়ন ওমানে যান। দুই ভাই এক বোনের মধ্যে নয়ন ছিলেন দ্বিতীয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান স্বজনরা।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর