বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি

সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা করায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়ায় কে-আর-ই ব্রিক ফিল্ডে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি এ অভিযান চালান। অভিযানে ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেন ইউএনও।

এ সময় বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, পরিদশক নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়াসহ ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কে আর ই ইটভাটায় অভিযান চালানো হয়েছে। ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংসকারী এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা জানান, কে আর ই ছাড়াও নাইক্ষ্যংছড়িতে আরো ইটভাটা রয়েছে। বিশেষ করে হায়দার কোম্পানি ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ইটভাটা। স্থানীয়রা পরিবেশের জন্য ক্ষতিকর এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর