মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আনোয়ারায় কালি মায়ের অলংকার চুরি

রাতের আঁধারে হানা দেয় চোরের দল,মন্দিরের তালা ভেঙ্গে কালি দেবী মুর্তির গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল এবং অনেক মূল্যবান জিনিস সহ অন্তত দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা।
১৯ ডিসেম্বর(মঙ্গলবার) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্বতুলাতলীতে লোমহর্ষক এই চুরির ঘটনা ঘটে।
তুলাতলী গ্রামে অবস্থিত শ্রী শ্রী কালীসিদ্ধা অতুলানন্দ আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি ডা.কংসরাজ দত্ত জানান, মঙ্গলবার দিবাগত রাতে মন্দিরের প্রধান ফটক কেটে চোরের দল কালী দেবীর অঙ্গে থাকা স্বর্ণালংকার ও উপাসনার কাজে ব্যবহৃত পিতলের কাঁসা, ঘন্ঠি থেকে শুরু করে সব মূল্যবান জিনিসপত্র এবং মন্দিরে রক্ষিত দানবাক্সের তালা ভেঙে নগদ টাকাসহ অন্তত দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত-বিগত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন সনাতনী মন্দিরে চুরির ঘটনা ঘটে চললেও ধরা পড়েনি চোরের কেউ।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর