শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ দুজন আটক

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকাসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আবদুল্লাহ আল নোমান (২৫) ও আবু হানিফ (২২)।

সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়পুরা এলাকায় অভিযান চালিয়ে জনৈক বাবুর বাসা ঘেরাও করা হয়। এ সময় বাবু পালিয়ে গেলেও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে সেনাবাহিনী আটক করে। পরবর্তীতে তাদের বাসায় তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকা, দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ইয়াবার মূল্য চার কোটি ২০ লাখ টাকা। জব্দ ইয়াবা ও নগদ টাকাসহ আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। ৫ আগস্টের পরে এটিই সেনাবাহিনীর সবচেয়ে বড় অভিযান। যাদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করবো।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর