বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী বাহিরমাঠে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী পানিতে ডুবে মারা গেছে। ওই ছাত্রীর নাম মরিয়ম বেগম (৭)। সে ওই এলাকার নুরুল আলমের মেয়ে।
পরিবার সূত্র জানায়, বুধবার ( ৪ ডিসেম্বর) দুপুর ১টায় স্কুল থেকে এসে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। ঘণ্টাখানেক অভিভাবকরা তাকে খোঁজাখুজির করে ব্যর্থ হন।
পরে মৃতদেহটি পানিতে ভেসে ওঠলে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
এ বিষয়ে দোছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রশিদ আহমদ জানান, পুকুরে ডুবে মারা যাওয়া শিক্ষার্থী স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এনইউ/জই