শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

সেন্টমার্টিনে ভেসে এল অজ্ঞাত যুবকের লাশ

কক্সবাজার প্রতিনিধি

সেন্টমার্টিন সমুদ্র সৈকতে এক যুবকের মরদেহ ভেসে এসেছে। মরদেহে একটি কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে। তার বয়স ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সোমবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে এসেছে বলে জানান সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের পশ্চিম সৈকতে একটি মরদেহ ভেসে এসেছে বলে জেনেছি। সেটি উদ্ধার করতে পুলিশে খবর দেওয়া হয়েছে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর